একদিকে কুকি-মিজো-জোমি অন্যদিকে মৈতেই সম্প্রদায়। এই দুই পাহাড়ি উপজাতিগোষ্ঠির মধ্যে জাতিবিদ্বেষ, বিজেপি আমলে হিন্দু খৃষ্টান দাঙ্গায় পর্যবসিত। হিন্দু মৈতেইদের আর খৃষ্টান কুকিদের ক্ষেপিয়ে দিয়ে একদিকে হিন্দু আধিপত্য প্রতিষ্ঠা আর কুকি-নাগাদের হাত থেকে চোরাচালানের আধিপত্য ছিনিয়ে নেবার চেষ্টা ব্যকফায়ার করেছে। এক ঢিলে দুই পাখি মারার ছক নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মণিপুরে তথাকথিত জাতিদাঙ্গা যখন তুঙ্গে নরেন্দ্র মোদী তাঁর স্বভাবসিদ্ধ নির্লিপ্তি ও উদাসীনতার ভান এবং মৌনতা বজায় রেখে ইসরায়েলের হয়ে গলা ফাটাচ্ছেন।
by পার্থপ্রতিম মৈত্র | 11 October, 2023 | 1074 | Tags : Manipur Meitei Kuki Manipur Horror Planned Genocide